প্রাণনাশের আশংকা প্রকাশ অর্জুন সিংয়ের।রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে শুভেন্দু অধিকারী, অর্জুন সিংকে মারতে। আর সেই কেমিক্যাল স্প্রে করে দেওয়া হবে টেবিল চেয়ারে, বৃহস্পতিবার এমনই এক বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং। সঙ্গে এও জানান, ‘এই কেমিক্যাল সিআইডি তাদের জেরার সময় আমার বসার চেয়ার–টেবিলে স্প্রে করে দেবে। তাতে আমার যদি ৩–৪ মাসের মধ্যে কিছু হয় তাহলে সিআইডি দায়ী থাকবে।’ বৃহস্পতিবার হাজিরার জন্য সিআইডি অফিসের উদ্দেশে রওনা দেওয়ার আগেই এমনই বিস্ফোরক দাবি করেন বিজেপি নেতা।
প্রসঙ্গত, চার বছর আগে ভাটপাড়া পুরসভার একটি মামলায় অর্জুনকে তলব করেছে সিআইডি। সিআইডি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হন তিনি।
এদিকে নৈহাটিতে উপনির্বাচনের দিনই ভাটপাড়ায় এক তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। এরপর বৃহস্পতিবার অর্জুন খুনের আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে। আর তাতে শুভেন্দু অধিকারীকেও প্রাণে মেরে ফেলা হবে।’
এর পাশাপাশি অর্জুন এদিন এও বলেন, ‘বিশ্বস্ত সূত্র মারফত আমি খবর পেয়েছি, শুভেন্দু অধিকারী অর্জুন সিংয়ের মতো লোকেদের ওরা কোনওভাবে আটকাতে পারছে না। তখন মেরে ফেলার চক্রান্ত হয়েছে। এমন কেমিক্যাল রাশিয়া থেকে স্মাগলিং করে আনা হয়েছে, যা দিয়ে মেরে ফেলা হবে।’
এরই রেশ ধরে বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং এও জানান, ‘তদন্তের নামে ডেকে সিআইডি এই কাজ করবে। এই কেমিক্যালটা শরীরে স্পর্শ করলেই বিষ ঢুকবে শরীরে। ধরুন টেবিল চেয়ারে স্প্রে করে দেওয়া হল। সেই টেবিল–চেয়ারে আপনার হাত লাগলেই ৬ মাসের মধ্যে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাবে।’ সঙ্গে তিনি এও দাবি করেন যে, তাঁর পাশাপাশি শুভেন্দু অধিকারী এবং আরও চারজনকে মেরে ফেলার একটা চক্রান্ত চলছে।তবে সেই চারজনের নাম এখনই প্রকাশ্যে আনেননি।