রাজনৈতিক কারণেই তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, জানালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং

চার ঘন্টা জেরার পরে বাইরে এলেন বিজেপি নেতা অর্জুন সিং। বৃহস্পতিবার ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের জেরার মুখে পড়েছিলেন তিনি। কারণ, সমবায় ব্যাঙ্কের আর্থিক দুর্নীতিতে তার নাম জড়িয়েছে। সেই ঘটনার তদন্তেই তাকে জিজ্ঞাসাবাদ করা হল প্রথমবার।এদিকে আদালতের নির্দেশে তাকে একটানা চার ঘণ্টার বেশি জেরা করা যাবে না। তবে প্রথম দিন জেরা সামলে বেরিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান, রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার নির্দিষ্ট সময়েই ভবানী ভবনে পৌঁছেছিলেন অর্জুন সিং। কোন মামলায় তাকে ডাকা হচ্ছে বা কেনই বা তাঁকে ডাকা হয়েছে, এই বিষয়ে পরিষ্কার করে তথ্য অর্জুন সিংয়ের কাছে নেই। চার কোটি টাকার দুর্নীতিতে ডাকা হয়েছে তাকে। তিনি কাজের সূত্রে আরও অনেক গুণ টাকা হাতবদল করেন, এমনটাও জানিয়েছেন অর্জুন। ফলে এই সিআইডি তলব নিয়ে কিছুটা অবাকই হয়ে যান ব্যারাকপুরের প্রাক্তন এই সাংসদ। আর তা ধরা  পড়েছিল বৃহস্পতিবার সকালে ভবানী ভবনে ঢোকার সময়েই। তবে বেরনোর পর তেমন কোনও উত্তেজনা চোখেমুখে ছিল না।

অর্জুন সিং চার ঘণ্টা জেরার পর এদিন বেরিয়ে সাংবাদ মাধ্যমকে জানান, ‘রাজনৈতিক কারণে হেনস্থা করা হচ্ছে। আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। কে টেন্ডার পাবেন, সে ক্ষমতা আমার হাতে নেই।

এদিকে বৃহস্পতিবার সকালেই প্রাণনাশের আশংকা প্রকাশ অর্জুন সিংয়ের।রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে শুভেন্দু অধিকারী, অর্জুন সিংকে মারতে। আর সেই কেমিক্যাল স্প্রে করে দেওয়া হবে টেবিল চেয়ারে, বৃহস্পতিবার এমনই এক বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং। সঙ্গে এও জানান, ‘এই কেমিক্যাল সিআইডি তাদের জেরার সময় আমার বসার চেয়ারটেবিলে স্প্রে করে দেবে। তাতে আমার যদি ৩৪ মাসের মধ্যে কিছু হয় তাহলে সিআইডি দায়ী থাকবে।বৃহস্পতিবার হাজিরার জন্য সিআইডি অফিসের উদ্দেশে রওনা দেওয়ার আগেই এমনই বিস্ফোরক দাবি করেন বিজেপি নেতা।

প্রসঙ্গত, চার বছর আগে ভাটপাড়া পুরসভার একটি মামলায় অর্জুনকে তলব করেছে  সিআইডি। সিআইডি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হন তিনি।

এদিকে নৈহাটিতে উপনির্বাচনের দিনই ভাটপাড়ায় এক তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। এরপর বৃহস্পতিবার অর্জুন খুনের আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে। আর তাতে শুভেন্দু অধিকারীকেও প্রাণে মেরে ফেলা হবে।

এর পাশাপাশি অর্জুন এদিন এও বলেন, ‘বিশ্বস্ত সূত্র মারফত আমি খবর পেয়েছি, শুভেন্দু অধিকারী অর্জুন সিংয়ের মতো লোকেদের ওরা কোনওভাবে আটকাতে পারছে না। তখন মেরে ফেলার চক্রান্ত হয়েছে। এমন কেমিক্যাল রাশিয়া থেকে স্মাগলিং করে আনা হয়েছে, যা দিয়ে মেরে ফেলা হবে।

এরই রেশ ধরে বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং এও জানান, ‘তদন্তের নামে ডেকে সিআইডি এই কাজ করবে। এই কেমিক্যালটা শরীরে স্পর্শ করলেই বিষ ঢুকবে শরীরে। ধরুন টেবিল চেয়ারে স্প্রে করে দেওয়া হল। সেই টেবিলচেয়ারে আপনার হাত লাগলেই ৬ মাসের মধ্যে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাবে।সঙ্গে তিনি এও দাবি করেন যে, তাঁর পাশাপাশি শুভেন্দু অধিকারী এবং আরও চারজনকে মেরে ফেলার একটা চক্রান্ত চলছে।কিন্তু সেই চারজনের নাম তিনি প্রকাশ্যে এখনই আনেননি।

সিআইডি তলবের ঘটনায় কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন অর্জুন সিং। কলকাতা হাইকোর্ট তাকে সিআইডি জেরার মুখোমুখি হতে নির্দেশ দেয়। তবে সেক্ষেত্রে শর্ত রাখা হয়, সিআইডি ডাকার আগে নির্দিষ্ট সময় ঠিক করবে। অর্জুন সিংকে আগে থেকে সেই বিষয়ে জানানো হবে। চার ঘণ্টার বেশি জেরা করা যাবে না।এদিকে অর্জুনের অভিযোগ. ব্যারাকপুর পুরসভা এলাকায় দুষ্কৃতীরাজ চলছে।তৃণমূল এখানে রক্তপাত করাচ্ছে।এদিকে আবার চলতি মাসে রক্ষা কবচ রয়েছে অর্জুন সিংয়ের।ডিসেম্বর মাসের রক্ষাকবচের জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে। এদিকে আবার কবে ডাকা হবে অর্জুন সিংকে সেই বিষয়ে সিআইডির তরফ থেকে কিছুই জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 3 =