ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ভুয়ো হেল্পলাইন খুলে ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার। লালবাজারের গোয়েন্দা দফতর সূত্রে খবর, ধৃতদের নাম পঙ্কজকুমার শাহ, পঙ্কজ কুমার ও তন্ময় মণ্ডল।
কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর সূত্রে এও জানানো হয়েছে, খবর, ঘটনা মাস খানেক আগের। প্রতারিত হন যিনি, তাঁর বাড়ি লেক রোডে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই ব্যক্তি জানান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার একটি সংস্থার দীর্ঘদিনের গ্রাহক তিনি। সেই সময়ে কিছু দিন যাবৎ ইন্টারনেট সংযোগে তাঁর সমস্যা হচ্ছিল। সমস্যা কাটাতে তিনি ইন্টারনেট ঘেঁটে থেকে ওই সার্ভিস প্রোভাইডারের হেল্পলাইন নম্বর জোগাড় করেন। সেই নম্বরে যোগাযোগ করার কিছুক্ষণের মধ্যে জালিয়াতরা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তদন্তে জানা গিয়েছে, ওই হেল্পলাইন নম্বরটাই ছিল ভুয়ো, প্রতারকরা কারসাজি করে এমন ভাবে নম্বরটা দিয়ে রেখেছিল, যাতে ওই সার্ভিস প্রোভাইডারের হেল্পলাইন নম্বর সার্চ করলে ভুয়ো নম্বরটা অনেকে পেয়ে যান। তাদের ফাঁদে পা দিয়ে লেক রোডের ওই ব্যক্তি ভুয়ো নম্বরে ফোন করলে ‘স্ক্রিন শেয়ারিং স্ট্র্যাটেজি’র মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়।
এরপরই এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় লেক থানায়। এই অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার হাতে তদন্তভার যায়। শেষমেশ গোয়েন্দারা ট্যাংরা এলাকায় তল্লাশি চালিয়ে পঙ্কজকুমার শাহ ও পঙ্কজ কুমার এবং গাইঘাটা থেকে তন্ময় মণ্ডলকে গ্রেপ্তার করেন। গোয়েন্দাদের বক্তব্য, প্রতারণা করে হাতানো টাকা তন্ময় একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে সে সব জায়গায় সরিয়েছিল। ওই চক্রে আর কারা জড়িত, সেটা ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন।