জুতো চুরির অভিযোগ এবার নিউটাউনের অভিজাত আবাসনে

অদ্ভুত অভিযোগ উঠল নিউ টাউনে। টাকা বা গয়না নয়, আবাসনে ঢুকে চোর নিয়ে যাচ্ছে জুতো ইদানিং নিউটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে বহু অভিজাত আবাসন থেকে জুতো চুরি যাওয়ার ঘটনা।  চুরির ধরণ দেখে অবাক আবাসনের বাসিন্দারা। ধর্মীয় তীর্থস্থান থেকে জুতো চুরির কথা শুনেছেন, কিন্তু আবাসন থেকে জুতো চুরির ঘটনা বিরল থেকে বিরলতম। বেছে বেছে ফ্ল্যাটে গিয়ে শুধুমাত্র জুতোই কেন চুরি করা হচ্ছে আর সেখান থেকে এ প্রশ্নও উঠেছে কলকাতা এবং তার উপকণ্ঠে কোন নতুন গ্যাং সক্রিয় হচ্ছে কি না তা নিয়েও। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নিউ টাউন থানায়। সিসিটিভি থেকে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

গত ১২ নভেম্বর নিউটনের বেশ কয়েকটি অভিজাত সরকারি এবং বেসরকারি আবাসন থেকে জুতো চুরির ঘটনা ঘটে, যা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা। নিরাপত্তার অভাব অনুভব করছেন তাঁরা। নিরাপত্তা সুনিশ্চিত করতে বহু টাকা ব্যয় করে লাগানো হয়েছিল ৪৮টি সিসিটিভি। বেসরকারি নিরাপত্তারক্ষীও নিযুক্ত করা হয়। তারপরও এই ঘটনা কীভাবে ঘটল! এক বাসিন্দা বলছেন, চুরির ধরণ দেখে মনে হচ্ছে, রেইকি করে চুরি করা হয়েছে। কার বাড়িতে কোন জিনিস আছে, সেটা জেনেই চুরি করা হয়েছে।এই ঘটনায় আগামী দিনে বড়সড় চুরির ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাসিন্দারা। তাঁদের দাবি, রাতের শহরে পুলিশের টহলদারির অভাব রয়েছে। নিউটাউন থানায় সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − six =