ফের অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড। সোমবার সকালে মল খোলার সময়েই আগুন লাগে। সূত্রে খবর, ফুড কোর্টে আগুন লাগে। ধোঁয়াও বের হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।ফলে এই ঘটনায় বাইরেই দাঁড়িয়ে থাকেন অ্যাক্রোপলিস মলের বিভিন্ন স্টোরের কর্মী থেকে সাধারণ মানুষ। প্রসঙ্গত, মাস পাঁচেক আগেই কসবার এই মলের ফুড কোর্টে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সোমবার সকালে অ্যাক্রোপলিস মলে ফেরে সেই একই ছবি।
সূত্রে খবর, মলের থার্ড ফ্লোরে যে ফুড কোর্ট আছে, সেখানেই আগুন লাগে। সেই আগুন খুব বড় আকার ধারণ করার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মলের নিজস্ব অগ্নিনির্বাপণ পদ্ধতিতেই নিয়ন্ত্রণে আসা সম্ভব হয় বলেই জানানো হয় অ্যাক্রোপলিস মলের তরফ থেকে। এর কিছু পরে ধীরে ধীরে খোলা হয বিভিন্ন স্টোর।
ঠিক পাঁচ মাস আগে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার জেরে প্রায় ২ মাস বন্ধ রাখা হয়েছিল শপিং মল। পরবর্তীতে খুললেও আবারও অগ্নিকাণ্ডের জেরে বাড়ল বিতর্ক। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে, খাবার দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়।