শিয়ালদহ পুলিশ কিয়স্কে হামলার অভিযোগ। ঘটনার সূত্রপাত, শিয়ালদহে একটি বাসের দুই যাত্রীর মধ্যে বচসাকে ঘিরে। এই দুই বাসযাত্রীর বচসার মধ্যস্থতায় নামে ট্রাফিক পুলিশ। কিয়স্কের ভিতরে বসিয়ে এক যাত্রীর বক্তব্য শুনছিলেন পুলিশ আধিকারিক। তখনই যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তাঁর পরিচিত এসে পুলিশ কিয়স্কে ভাঙচুর চালান বলে অভিযোগ।
আর এই পুলিশ কিয়স্কে ভাঙচুর চালানোর সময় হামলাকারীরা ভাঙচুর চালান বাঁশ, লাঠি, নিয়ে, অন্তত এমনটাই অভিযোগ। ঘটনার আকস্মিকতায় প্রথমে স্তম্ভিত হয়ে যান পুলিশ আধিকারিক। পরে বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিয়স্কে ভাঙচুর চালায় অভিযুক্ত। বাঁশ লাঠি নিয়ে চলে হামলা। এই ঘটনায় বিশ্বকর্মা সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
এরই পাশাপাশি পুলিশ জানার চেষ্টা করছে, কেন হঠাৎ করে এসে কিয়স্কে ভাঙচুর চালাল। আদৌ ওই ব্যক্তি কী করেন, কীভাবে তাঁর দলবল খবর পেয়ে গেল, এই নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।