মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর অর্পিতার

মায়ের মৃত্যুতে  নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করল বৃহস্পতিবার বিশেষ আদালত। আদালত সূত্রে খবর, বৃহস্পতিবার  ৫ দিনের জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয় অর্পিতাকে।বৃহস্পতিবার প্যারোলে মুক্তির পর গ্রামের বাড়িতে যান অর্পিতা।

সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অর্পিতার মা নানা রোগে ভুগছিলেন। মায়ের অসুস্থতার কথা বলে একাধিকবার জামিন চেয়েছিলেন অর্পিতা। তাতে অবশ্য জামিন মেলেনি। বৃহস্পতিবার ৭৬ বছর বয়সে মৃত্যু হয় অর্পিতার মা। এদিকে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।  অর্পিতার পারিবারিক সূত্রে খবর, তাঁর এক বোন রয়েছে।তিনি বিবাহিত।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁরঘনিষ্ঠঅর্পিতা। পার্থেরঘনিষ্ঠবলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি।  টালিগঞ্জেরডায়মন্ড সিটিআবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। অন্যদিকে, বেলঘরিয়ারক্লাব টাউন হাইট্‌সআবাসনে অর্পিতার নামে থাকা দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি। পার্থঅর্পিতার ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 14 =