এক তৃণমূল কাউন্সিলরের একেবারে বাড়িতে ঢুকে পড়ল এক দুষ্কৃতি। বৃহস্পতিবার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়ির তিনতলায় পৌঁছে যায় দুষ্কৃতি, অন্তত এমনটাই দাবি তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্য়ায়ের। এরপরই সমগ্র ঘটনা জানাতে পুলিশের দ্বারস্থ হন তিনি। ঘটনায় আতঙ্কের ছাপ শাসকদলের কাউন্সিলরের চোখে মুখে।
প্রসঙ্গত, বালিগঞ্জ প্লেসে বাড়ি সুদর্শনা মুখোপাধ্যায়ের। এদিন তাঁর বাড়ির দরজার লক কোনওভাবে খুলে ভিতরে ঢুকে পড়ে ওই দুষ্কৃতি। পুলিশ সূত্রে খবর, ওই দুষ্কৃতি প্রথমে একতলায় ঢুকে পড়ে। তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর পরপর দুই দফায় বাড়ির মধ্যে এসে দোতলা এবং তিনতলায় চলে যায়। সেই সময় তাকে দেখতে পায় বাড়ির পরিচারিকা। এরপরই খবর পাঠানো হয় গড়িয়াহাট থানায়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই দুষ্কৃতিকে পাকড়াও করে।
ঘটনায় আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় জানান, ‘আমি খুব ভীত ও আতঙ্কিত। যিনি এসে গোটা বাড়ি ঘুরছিলেন, তাঁর চেহারাটা খুব হিংস্র। পায়ে ছিল দামি জুতো। পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছিলেন।’ এর পাশাপাশি তিনি এও জানান, যেসময় ঘটনাটি ঘটেছে, সেইসময় তিনি সাধারণত একা বাড়ি ফেরেন।
প্রসঙ্গত,কয়েকদিন আগেই ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা হয়েছিল। বাড়ির বাইরে বসেছিলেন সুশান্ত। তখনই মোটরবাইকে চেপে এসে সামনে থেকে তাঁকে গুলি করার চেষ্টা করে এক যুবক। গুলি না চলায় বরাতজোরে রক্ষা পান ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এবার আর এক তৃণমূল কাউন্সিলরের একদম বাড়িতে এক দুষ্কৃতি ঢুকে পড়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন।