আগামী কয়েকদিন বাংলায় তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। এমনটাই বলছে হাওয়া অফিসের কর্তারা। আকাশে মেঘের দেখা সেই অর্থে নেই। বৃষ্টিও হবে না। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। কলকাতা-সহ আশপাশের এলাকায় সকালের দিকে হালকা কুয়াশা দেখা গেলে দিনের বাদ বাকি সময় পরিষ্কারই থাকবে আকাশ।
এদিকে আবার বঙ্গোপসাগরে ঘোঁট পাকাচ্ছে নিম্নচাপ। এদিকে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। শনিবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা বলে জানাচ্ছেন আবহাওয়া অফিসের কর্তারা। সোমবার শক্তি আরও বেশ কিছুটা বেড়ে যেতে পারে। এগিয়ে যেতে পারে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে। তবে এর সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে এও জানানো হয়েছে, সব জেলাতেই আগামী কয়েকদিনে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বললেন চলে। রবিবার সকালের দিকে ভাল কুয়াশা থাকতে পারে পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও মোটের উপর শুষ্ক থাকবে। সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা কুয়াশার দেখা মিলতে পারে। তবে ঘন কুয়াশার জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা কম। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই। আগামী ৪-৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯১ শতাংশ।