পঞ্চায়েত ভোটের দিন শহরে জ্বালানির দাম চড়া। এদিন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। যদিও দাম বৃদ্ধির প্রভাব দেশের বাজারে ততটা চোখে পড়েনি। ডব্লিউটিআই অপরিশোধিত তেল ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৭৩.৮৬ডলারে। যা আগের দিনের তুলনায় ২.০৬ ডলার বেশি। ব্রেন্ট ক্রুড অয়েলও ১.৯৫ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৭৮.৪৭-এ। তবে গত এক বছরে দেশে জ্বালানির দাম রয়েছে স্থির। তবে এদিন পঞ্জাবে তেলের দাম কিছুটা বেড়েছে।
দেখে নেওয়া যাক কলকাতা-সহ দেশের অন্য মেট্রো শহরে জ্বালানির দাম-
নয়াদিল্লি: দেশের রাজধানী শহর নয়াদিল্লিতে জ্বালানির দাম তুলনামূলক ভাবে কম। নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে ৯৬.৭২ টাকা ও ডিজেলের প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা।
কলকাতা: তিলোত্তমায় জ্বালানি তেলের দাম চড়া। পঞ্চায়েত নির্বাচনের দিন শহরে পেট্রলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৬.০৩ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে রয়েছে ৯২.৭৬ টাকা।
মুম্বই: দেশের বাণিজ্যনগরী মুম্বইতে জ্বালানির দামও বেশ চড়া। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে ১০৬.৩১ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে রয়েছে ৯৪.২৭ টাকা।
চেন্নাই: দক্ষিণের মেট্রো শহর চেন্নাইতে জ্বালানির দাম রয়েছে চড়া। চেন্নাইতে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে ১০২.৭৩ টাকা ও ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৯৪.৩৩ টাকা।
পেট্রলের দাম অন্যান্য শহরে-
গুয়াহাটি-৯৭.৭৭ টাকা
পটনা- ১০৭.২৪ টাকা
বেঙ্গালুরু-১০১.৯৪ টাকা
সিমলা- ৯৭.১২ টাকা
নাসিক-১০৫.৮৯ টাকা
পুণে- ১০৫.৭৭ টাকা
রায়পুর-১০২.৪৫ টাকা
রাজকোট- ৯৬.১৮ টাকা
ডিজেলের দাম অন্য়ান্য শহরে-
গুয়াহাটি- ৯০.০৮ টাকা
পটনা- ৯৪.০৪ টাকা
বেঙ্গালুরু- ৮৭.৮৯ টাকা
শ্রীনগর- ৮৬.৫৯ টাকা
নাগপুর- ৯২.৫৯ টাকা
রায়পুর- ৯৫.৪৪ টাকা
রাজকোট- ৯১.৪৪ টাকা