শনিবার সকাল থেকেই রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচন। শুধুই রক্ত, বোমা, কার্তুজ আর সামনে এসেছে পড়ে থাকা নিথর দেহের ছবি। সঙ্গে অবাধে চলছে ছাপ্পা। ভোট শুরু হওয়ার ৫-৬ ঘণ্টার মধ্যেই একাধিক মৃত্যুর খবর সামনে আসে। এরপরই রাজ্য নির্বাচন কমিশনারকে ফোন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় জানতে চান, ‘আর কত রক্ত চাই আপনার?’ প্রয়োজন হলে কমিশনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু এও জানান, ’আমি ওঁকে ফেসটাইমে ফোন করেছিলাম। প্রথমে বলেছি, আর কত রক্ত চাই আপনার? তারপর বলেছি, সন্ধ্যা ৬টার পর আমি যাচ্ছি আপনার কার্যালয়ে তালা ঝোলাতে। পুলিশকে বলে রাখবেন।’ অর্থাৎ কমিশনারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘আপনি যত বেআইনি সম্পত্তি করেছেন, তার সব প্রমাণ আমার কাছে আছে। রাজারহাটে কত জমি কিনেছেন, সব জানি।’
এরপর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে শুভেন্দু কি সত্যি কমিশনে যাচ্ছেন কি না তা নিয়ে। এই প্রশ্নের উত্তরে নন্দীগ্রামের বিধায়ক বলেন, আগে লুঠ হওয়া বুথগুলো থেকে বাক্সগুলো পুকুরে ফেলি, তারপর যাব। সঙ্গে এও প্রশ্ন তোলেন, ‘এই দিন দেখার জন্য কি স্বাধীনতা এসেছিল? নিজের ভোটটাও কি নিজে দিতে পারব না?’