প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর হামলার ঘটনায় চার্জশিট এনআইএ-র

ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে হামলার ঘটনায় চার্জশিট। গত ২৮ অগাস্ট বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বিশেষ আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। বিজেপি নেতার ওপর হামলার ঘটনায় ১২ জনের নামে চার্জশিট। প্রসঙ্গত, গত ২৮ অগাস্ট: বিজেপির ডাকা বাংলা বনধের দিন প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি।প্রসঙ্গত, ৪৩ দিনের মাথায় প্রথম চার্জশিট। এনআইএ এই মামলার তদন্ত হাতে নেওয়ার পর এই প্রথম চার্জশিট। এই চক্রান্তে কারা কারা জড়িত তারা খোঁজও করছেন তদন্তকারীরা।

বিগত আগস্ট মাসের ২৮ তারিখ ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়িতে হামলা হয়। গুলি চালানো হয় গাড়ি লক্ষ্য করে। তিনি ওই দিন কাঁকিনাড়ার দিকে যাচ্ছিলেন, সঙ্গী ছিলেন অপর এক বিজেপি নেতা রবি সিং। চালকের পাশেই বসেছিলেন প্রিয়াঙ্গু। পিছনে ছিলেন রবি। মাঝপথে তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় একজন পথচারী। এই ঘটনায় জখম হন প্রিয়াঙ্গু ও রবি দু’জনেই।

প্রসঙ্গত, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে এবং রবি সিংহের উপরে হামলার ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম ভিকি রায়। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকে তাঁকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =