কেন্দ্রীয় বাহিনী আদালতের নির্দেশ না মানায় নোডাল অফিসারকে চিঠি শুভেন্দুর

মনোনয়ন পর্ব থেকেই হিংসার আবহ তৈরি হয়েছে পঞ্চায়েত নির্বাচনে। ভোটের দিনও তার অন্যথা হল না। শনিবার সকাল থেকেই একের পর এক গণ্ডগোলের খবর এসেছে বিভিন্ন জেলা থেকে। ঘটেছে প্রাণহানিও। এই পরিবেশে নির্বাচন নিয়ে ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অসন্তোষ গোপনও করেননি তিনি। রাজ্য পুলিশের উপর আস্থা কখনই রাখেননি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্নের মুখে তুললেন তিনি। স্পষ্ট জানালেন, আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না। এই অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালত অবমাননার চিঠিও পাঠান কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারকে।

সূত্রে খবর, শনিবার বেলা গড়াতেই বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ইনস্পেক্টর জেনারাল (আইজি)-কে চিঠি দিলেন শুভেন্দুর আইনজীবী। বিএসএফের আইজি ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার। তাঁকেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিঠি দেওয়া হয়। বিজেপি বিধায়কের আইনজীবীর অভিযোগ, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কাজ করেনি ভোটের জন্য মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ আদালতের নির্দেশ অবমাননা করা হয়েছে। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কম দড়ি টানাটানি হয়নি। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার রাজ্যের পুলিশ দিয়েই ভোট করানোর সওয়াল করেছিল। কিন্তু তা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী নেতারা। এরপর কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয়। সেই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও একাধিক অভিযোগ উঠেছিল। এবার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাকেই প্রশ্নের মুখে দাঁড় করালেন শুভেন্দু অধিকারী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =