৮ বছর পর বদল চিটফান্ড কমিটির চেয়ারম্যান। বৃহস্পতিবার চিটফান্ড কমিটির চেয়ারম্যান বদল করল কলকাতা হাইকোর্ট। নতুন চেয়ারম্যান করা হল হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে।
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ৫৪ চিটফান্ডে আমানতকারীদের টাকা ফেরাতে কাজ করে এই কমিটি৷ ইতিমধ্যে ৫ চিটফান্ডে আমানতকারীদের ৭৫ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। অ্যালকেমিস্ট, পৈলান, ভিবজিওর, এমপিএস সহ ৫ চিটফান্ডে কিছু টাকা ফেরানো গিয়েছে৷
এদিকে বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ১ জানুয়ারি ২০২৫ থেকে ওই পদে কাজ করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি তালুকদার। এর আগে চিটফান্ড কাণ্ডের চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদার। অসুস্থতার কারণে ওই পদ থেকে তিনি সরে দাঁড়ান। তাঁর জায়গায় কমিটির নতুন চেয়ারম্যান নিযুক্ত করল হাইকোর্ট। এই কমিটিই চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরানোর কাজ করছে।