নদী খাত থেকে দেহ উদ্ধার হল উত্তর ফ্রন্টিয়ার রেলের প্রিন্সিপাল চিফ সিকিউরিটি অফিসার শুভেন্দু চৌধুরীর। সূত্রে খবর, গত রবিবার তিনি ভেসে যান। টানা চার দিন ধরে তল্লাশি চালানোর পর অবশেষে বৃহস্পতিবার নদীর মূল স্রোত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়।
অসমের তিনসুকিয়ায় নয়া রেল প্রকল্পের কাজ তদরকি করতে গিয়েছিলেন উত্তরবঙ্গ রেল ফ্রন্টিয়ারের প্রিন্সিপাল চিফ সিকিউরিটি অফিসার শুভেন্দু চৌধুরী। সেই কাজ করার পর কাজেরই অঙ্গ হিসেবে লাগোয়া অরুণাচল প্রদেশ রাজ্যের পরশুরাম কুণ্ডে গিয়েছিলেন তিনি। সেখানে নিজের কাজ করার সময় লোহিত নদীর ভয়াবহ স্রোতে ভেসে যান ওই চিফ সিকিউরিটি অফিসার।
এরপর গত দুদিন ধরে টানা তল্লাশি চালানো হলেও খোঁজ মিলছিল না আধিকারিকের। ইতিমধ্যে অরুণাচল প্রদেশ রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং রেলের আধিকারিকদের তরফে ঘটনাস্থলে বারবার তল্লাশি চালালেও উত্তরবঙ্গ রেল ফ্রন্টিয়ারের ওই শীর্ষকর্তার কোনও খোঁজ মেলেনি। অবশেষে বৃহস্পতিবার নদীর খাত থেকে উদ্ধার হয় দেহ।