প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। শনিবার বারাণসীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। একমাসের বেশি সময় ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। অবসরপ্রাপ্ত আইপিএসের মৃত্যুর কলকাতা পুলিশকে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব ছিলেন পঙ্কজ দত্ত। অক্টোবরের প্রথম দিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন এই আইজির একটি মন্তব্য ঘিরে চাপানউতোর তৈরি হয়েছিল। একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। তেমনই একটি অভিযোগে পরিপ্রেক্ষিতে বড়তলা থানায় ডেকে পাঠানো হয়েছিল প্রাক্তন এই আইপিএস অফিসারকে। অভিযোগ, বেশ কয়েকঘণ্টা থানায় বসিয়ে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু, চা-বিস্কুট তো দূরের কথা, জলও দেওয়া হয়নি। ওই ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এরপর উত্তর প্রদেশের বারাণসীতে একটি সেমিনারে অংশগ্রহণ করতে গিয়ে গত ২৩ অক্টোবর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেমিনার হলেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। এদিন প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি। প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্য পুলিশের আইজি পদে থাকাকালীন অবসরগ্রহণ করেন তিনি।
প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের প্রয়াণে শোকপ্রকাশ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। একইসঙ্গে তাঁর মৃত্যুর জন্য কলকাতা পুলিশ দায়ী বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিধায়ক লেখেন, ‘বড়তলা থানায় ডেকে ওঁর উপর যে মানসিক নির্যাতন করা হয়, তার জন্য মমতার প্রশাসন দায়ী।’