নয়াপট্টির মন্দিরের তালা ভেঙে চুরি সর্বস্ব, সিসিটিভি না থাকায় চোর ধরতে অপারগ পুলিশ

শুক্রবার সকাল থেকে দমদমের নয়াপট্টির শীতলা মন্দিরে ছিল ভক্তদের ভিতর। এরপর সন্ধের পর তালা বন্ধ করে রাখা হয় মন্দিরের। এরপর গভীর রাতে ওই তালা ভেঙে সব নিয়ে পালালো চোরের দল। যার মধ্য়ে চুরি গেছে প্রণামি বাক্স।

শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে দমদমের নয়া পট্টিতে। এখানেই রয়েছে নয়াপট্টি বারোয়ারিতলা শীতলা মন্দির। প্রণামীর টাকা দিয়েই এখানে চলে যাবতীয় অনুষ্ঠান। সারা বছরের পুজোর সামগ্রীও কেনা হয় সেই টাকা দিয়েই।

এদিকে এদিন যে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে সেখানে কাছের রাস্তায় সিসিটিভি থাকলেও মন্দিরের সামনে দিয়ে যে রাস্তা গিয়েছে সেখানে কোনও সিসিটিভি নেই। এলাকার লোকজন বলছেন যদি সিসিটিভি থাকতো তাহলে চোর ধরতে অনেকটাই সুবিধা হতো পুলিশের। কিন্তু, স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনও পদক্ষেপই করা হয়নি। অনেকের ধারনা, সব ক’টা মন্দিরে চুরির পিছনে কাজ করছে একটিই চোরের দল। স্থানীয়রা সকলেই চাইছেন তাঁদের দ্রুত পাকড়াও করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকেই আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তবে ঘটনা যা বলছে তাতে শুধু নয়াপট্টির এই শীতলা মন্দির নয়, বিগত কয়েক মাসে এলাকার অনেক মন্দিরেই রাতের অন্ধকারে একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে। তাতেই এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা বলছেন, যে মন্দিরগুলিতে লাগাতার চুরির ঘটনা ঘটছে সেগুলি সবই নাগেরবাজার থানা এলাকার। অভিযোগ, সব জেনেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =