আরও সহজ হতে চলেছে উচ্চ মাধ্যমিকের পাঠক্রম

উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে আরও সহজ করতে চায় শিক্ষা দফতর। সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা করতে চায় শিক্ষা দফতর। তাই উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে বদল আনতে চলেছে সংসদ। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে মোট চারটি সিমেস্টারে ভাগ করেছে শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্বভার গ্রহণ করার পরই সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা কলেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
সঙ্গে এও জানান, এবার যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তারা এই সেমেস্টার পদ্ধতিতেই একাদশ এবং দ্বাদশের পরীক্ষা দেবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি কমিটির রিপোর্টের ভিত্তিতেই। এই কমিটি গঠন করা হয়েছিল পাঠ্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য়ই।
এদিন চিরঞ্জীব ভট্টাচার্য এও জানান, একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সেমেস্টারে পরীক্ষা হবে। একাদশ শ্রেণির দু’টি সেমেস্টার নেবে স্কুল। দ্বাদশ শ্রেণির দু’টি সেমেস্টার নেবে সংসদ। শেষের দুটি সেমেস্টার থেকে হবে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন। কিন্তু পরিবর্তিত সিলেবাসও পরীক্ষার্থীদের কাছে কঠিন মনে হচ্ছিল। তাই পড়ুয়াদের কাছে পরীক্ষা, সিলেবাস আরও সহজ করতে সিলেবাস পরিমার্জন করছে সংসদ। পরিবর্তিত সিলেবাস জানুয়ারি মাসে প্রকাশ্যে আনবে সংসদ।
এদিকে সূত্রে খবর, ইতিমধ‍্যেই সংসদে জমা পড়েছে পরিমার্জিত সিলেবাসের খসড়া। ছেঁটে ফেলা হচ্ছে সিলেবাসের বড় অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =