নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু এখনও সংশোধনাগারেই রয়েছেন এই মামলায় ইডি-র হাতে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি মামলায় জামিনের জন্য তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। সোমবার মামলাটি শোনার কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চের। তবে এদিন ফের সর্বোচ্চ আদালতে পিছিয়ে গেল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি।
ইডি এবং সিবিআই হেফাজতে এবং জেল হেফাজতে কতদিন ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তা জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ। এদিকে আদালত সূত্রে খবর, এই সংক্রান্ত তথ্য আদালতে দিতে দেরি করেছেন আইনজীবীরা। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘রবিবার রাতে এই রিপোর্টের খোঁজ আমরা করছিলাম। কিন্তু আপনারা রিপোর্ট জমা দেননি।’ এরপরই ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন, ‘ইউ ক্যান নট টেক কোর্ট ফর গ্র্যান্টেড, উই নিড টু কিপ সার্টেন ওয়ার্ক কালচার হিয়ার।’ এর থেকে স্পষ্ট, আদালতকে মর্যাদা দেওয়া ও আইনজীবীদের কর্ম সংস্কৃতি নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেন বিচারপতি।
তবে এদিন সিবিআই ও ইডির গ্রেপ্তার এবং হাজতবাস সংক্রান্ত বিস্তারিত তথ্য আদালতে জমা দেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এই তথ্য খতিয়ে দেখবে আদালত, পর্যবেক্ষণে জানান বিচারপতি সূর্যকান্ত। আগামী বুধবার মামলাটির পরবর্তী শুনানি হতে পারে।