‘কলসেন্টার কিং’ কুণাল গুপ্তার ৩৭টি ঘোড়া বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। যার বাজার মূল্য ৩৯৮.৫০ লক্ষ টাকা বলে সূত্রে খবর। একইসঙ্গে ইডির তরফ থেকে এও জানানো হয়েছে, কলসেন্টার জালিয়াতির টাকা একটি সংস্থার মাধ্যমে খাটিয়ে ঘোড়া কিনেছিল কুণাল। সেগুলি আবার রেসকোর্সে ঘোড়ার দৌড়েও অংশ নিত বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই কুণালের মোট ৫.২৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ১.০৮ কোটি টাকার ফ্ল্যাটও রয়েছে বলে খবর। এদিকে ঘটনা সামনে আসতেই গ্রেফতারি এড়াতে দুবাই পালিয়েছেন কুণাল গুপ্তা। যদিও শেষ রক্ষা হয়নি। ধরা পড়ে যান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে। প্রসঙ্গত, বিধাননগর সাইবার ক্রাইম থানা প্রথম এই ভুয়ো কলসেন্টার চক্রের পর্দাফাঁস করে। পুরো কারবার চলছিল সল্টলেকের সেক্টর ফাইভ থেকে। সেক্টর ফাইভের বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের ১৩ তলায় বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে এক কলসেন্টারের খোঁজ পান তদন্তকারীরা। সেখান থেকেই যাবতীয় প্রতারণা চলতো বলে খবর। এই সেন্টারের খোঁজ মিলতে মিলতে না মিলতেই সল্টলেকে একের পর এক ভুয়ো কল সেন্টারের খোঁজ মিলতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে প্রতারণার শিকার হয়েছেন বহু বিদেশি। তদন্তে নেমে খোঁজ মেলে কুণাল গুপ্তার।