বর্ষবরণে নিরাপত্তার ঘেরাটোপে তিলোত্তমা

ফি বছর বর্ষবরণের রাতে মানুষের ঢল নামে পার্ক স্ট্রিট আর পার্ক স্ট্রিট লাগোয়া এলাকায়। যার মধ্যে রয়েছে ভিক্টোরিয়া, আলিপুর চিড়িয়াখানা, ইকো পার্ক সহ বিভিন্ন জায়গা। শহর তো বটেই, শহরতলি থেকেও প্রচুর মানুষ আসেন কলকাতার নানা দর্শনীয় স্থানে। উৎসবের আবহে কোনও অপ্রীতিকর ঘটনা আটকাতে এবার একটু বেশি-ই তৎপর কলকাতা পুলিশ। কারণ, এদিক ওদিক পুলিশের জালে ধরা পড়েছে একাধিক জঙ্গিও।

আর সেই কারণেই এবার নিরাপত্তার মোড়কে মুড়েছে পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া-সহ বেশ কিছু এলাকা। নিরাপত্তার দায়িত্বে থাকছেন একজন অতিরিক্ত কমিশনার পদমর্যাদা অফিসারের অধীনে থাকছেন যুগ্ম কমিশনার পদমর্যাদা ২ অফিসার। থাকছে বিশেষ টিম। নেতৃত্ব দেবেন ডেপুটি কমিশনার পদমর্যাদা ১২ জন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা ২৩ জন অফিসার। এ ছাড়াও ৭০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকছেন। গোটা শহরের নানা প্রান্তে নিরাপত্তার দায়িত্বে থাকছেন সাড়ে ৪ হাজার পুলিশ কর্মী।

শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে থাকছে ১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র। থাকছে ১১ ওয়াচ টাওয়ার। এছাড়াও কুইক রেসপন্স টিম, পিসিআর ভ্যান-সহ মহিলা পুলিশ কর্মীরাও নিরাপত্তার দায়িত্বে থাকছেন। সাদা পুলিশের কর্মীরা মোতায়েন থাকছেন বাড়তি নজরদারির জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 1 =