শীতের আমেজ কিছুটা বাড়লেও, বর্ষবরণে জাঁকিয়ে শীত নয়। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। কারণ, পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হবে তাপমাত্রা। জেলায় জেলায় ১০ ডিগ্রির কাছে নামতে পারে তাপমাত্রা।
মঙ্গলবার থেকে উত্তুরে হাওয়ায় হিমেল পরশ রাজ্যে। তবে জাঁকিয়ে শীত নয়। এদিন কলকাতায় সকালে হালকা কুয়াশা আর ধোঁয়াশা নজরে আসে। তবে বেলা বাড়তে পরিষ্কার হয় আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমলো। মঙ্গলবার থেকে উত্তুরে হাওয়ায় হিমেল পরশ রাজ্যে। তার জেরে বুধবার থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে জাঁকিয়ে শীত নয়।
কলকাতা সকালে হালকা কুয়াশা ধোঁয়াশা। বেলায় পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমে। বুধবার থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
দুই দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। বর্ষবরণে শীতের আমেজ কিছুটা বাড়তে পারে। তবে নতুন বছরের শুরুতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৮ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।