তেলেঙ্গাবাগানে পথ দুর্ঘটনা, আহত মহিলা

পথ দুর্ঘটনা থেকে বাদ পড়ল না বছর শেষ দিনও। বড় দুর্ঘটনা ঘটে গেল উত্তর কলকাতার অরবিন্দ সেতুর কাছে তেলেঙ্গাগাবাগানে। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা দিল বারাসত-হাওড়া রুটের  বাস। এরপর উত্তপ্ত হয়ে ওঠে তেলেঙ্গাবাগান। চলে বাস ভাঙচুর। স্বাভাবিক ভাবে ব্যাপক যানজট তৈরি হয় বিধাননগর এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ তেলেঙ্গাবাগান এলাকায় বাসস্ট্যান্ডের সামনের এল ২৩৮ এর বাস রেষারেষি করছিল। সেই সময় এক মহিলা বাজার করতে যাওয়ার সময় রাস্তা পেরচ্ছিলেন। তখনই এল ২৩৮ এর বাসটি বেপরোয়া গতিতে সামনে চলে আসে। ধাক্কা মারে ওই মহিলাকে। এরপর তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি। এদিকে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা বাস ভাঙচুর করেন। তাঁদের বক্তব্য, এই এলাকা এমনিতেই যানজট পূর্ণ। মাঝে মধ্যেই এমন ঘটনা লেগেই থাকে। কখনও বাস থেকে যাত্রী নামানোকে কেন্দ্র করে বচসা হয়। কখনও বা দুই বাসের রেষারেষি চলে। পুলিশ-প্রশাসনের দিকে আঙুল তুলেছেন তাঁরা। এলাকার বিধায়ক সুপ্তি পাণ্ডে পৌঁছান ঘটনাস্থলে। তিনি বলেন, ‘ট্রাফিক নিয়ম না মেনে রাস্তা পার হলে জরিমানা করা উচিত। মানুষের মধ্যে সচেতনতা কম। শিক্ষিত লোকজনও এমন করেন।’ স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘রেষারেষি তো হয়ই। সামনেই উল্টোডাঙা স্টেশন। কত তাড়াতাড়ি লোকজন তুলবে সেই একটা ব্যাপার তো আছেই। এখানে উল্টো দিকেই বাজার রয়েছে। ওই কারণে প্রচুর মানুষ আসেন। রাস্তা পারাপার করেন। একটু তো নজর দেওয়া উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 19 =