রাতের অন্ধকারে দুষ্কৃতি হামলা, তৃণমূলের যোগ পাচ্ছেন বিরোধীরা

রাতের অন্ধকারে দুষ্কৃতি হামলা লেদার কমপ্লেক্স থানার বামনঘাটা এলাকায়। সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ভাঙচুর চালানো হয় গাড়িতে। বাইরে থেকে লাগিয়ে দেওয়া হয় তালা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নিউ বামনঘাটা এলাকায় বিদ্যুৎ বিশ্বাসের বাড়িতে হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতী। বাড়ির বাইরে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, বাড়ির বাইরে থেকে তিনটি গেটে তালা লাগিয়ে দেয়া হয়। ফলে ভিতরে আটকে যায় পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত তাঁরা ১০০ ডায়াল করেন। খবর যায় লালবাজারে। পুলিশ এসে বিদ্যুৎ বিশ্বাস ও তাঁর পরিবারকে মুক্ত করে। ঘটনায় ইতিমধ্যে লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন বিদ্যুৎ বিশ্বাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।

বিরোধীরা এই ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন। বিরোধী শিবিরের একাংশের নেতাদের দাবি, তৃণমূল ছাড়া এ কাজ কেউ করতে পারে না। তবে এই ঘটনার জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন বিদ্যুৎ বিশ্বাস ও তাঁর পরিবারের সদস্যরা। এতটাই ভীত যে কারও নাম করছেন না তাঁরা। তোলাবাজির কারণেই হামলা বলে অভিযোগ বাম শিবিরের। ঘটনার তদন্তে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিশ্বাস পরিবারের সদস্যদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − four =