ভুয়ো পাসপোর্টের মালিকদের ধরতে লুক আউট নোটিস জারি কলকাতা পুলিশের

গত এক বছরে ইস্যু হওয়া ৭০ টিরও বেশি পাসপোর্টের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কলকাতা পুলিশ। কারণ, এই ৭০টি পাসপোর্ট তৈরি হয়েছে ভুয়ো নথি দিয়ে। আর সেই কারণেই পাসপোর্টের মালিকদের চিহ্নিত করতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের।

এদিকে লালবাজার সূত্রে খবর ভুয়ো পাসপোর্টের তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, এই পাসপোর্টগুলি কলকাতা পুলিশ এলাকার ঠিকানায় তৈরি। কলকাতা পুলিশের সন্দেহ, এই পাসপোর্টগুলি ভুয়ো নথি দিয়ে তৈরি করা হয়েছে। এরপরই জাল পাসপোর্টের মালিকদের চিহ্নিত করতে জোড়া পদক্ষেপ নেওয়া হয় কলকাতা পুলিশের তরফ থেকে। লুকআউট নোটিস জারি করলে সতর্ক থাকতে বিভিন্ন বিমান বন্দর ও স্থলবন্দর। কারণ, পুলিশ আধিকারিকদের ধারনা, ওই পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করলে পাকড়াও করা সহজ হবে।

অন্যদিকে, অভিবাসন দফতরের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, ওই নির্দিষ্ট পাসপোর্টগুলো দিয়ে কোথাও ভ্রমণ করা হয়েছে। সেখান থেকে পাসপোর্টের মালিকদের পরিচয় ও অবস্থান জানা সহজ হবে বলে মনে করছেন গোয়েন্দারা। পাশাপাশি আঞ্চলিক পাসপোর্ট অফিসে, পাসপোর্টগুলি বানানোর সময়ে যে পেমেন্ট করা হয়েছে অনলাইনে, সেই তথ্য বিশ্লেষণ করে অ্যাকাউন্ট নম্বরের ভিত্তিতে পাসপোর্টের আবেদনকারীকে চিহ্নিত করার চেষ্টা করছেন গোয়েন্দারা। কিন্তু তবে এই ঘটনায় তেমন আশার আলো দেখাতে পারছেন না গোয়েন্দারা। কারণ, তাঁদের ধারনা, ভুয়ো পাসপোর্টের মালিকদের চিহ্নিত করা সময়সাপেক্ষ ও কঠিন তাঁদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =