এর আগে মেরামতির জন্য টালা ট্যাঙ্ক বন্ধ রাখা হয়েছিল। যার জেরে জল দুর্ভোগে পড়েছিল কলকাতাবাসী। এবার গার্ডেনরিচেরও পানীয় জল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠক করে মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দেন গার্ডেনরিচে ১৮ জানুয়ারি শনিবার সকালের পানীয় জল পরিষেবার পর থেকে ১৯ তারিখ রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ। কারণ হিসেবে বলা হচ্ছে টালার মতো এক্ষেত্রেও মেরামতির কাজের জন্য জল পরিষেবা বন্ধ রাখা হবে।
যে কারণে দক্ষিণ কলকাতার একটা বড় অংশ যেমন, কালীঘাট, রানিকুঠি, কসবা, চেতলা, বেহালা, সিড়িটি, দাসপাড়া, মেটিয়াব্রুজ এলাকা জুড়ে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে কলকাতা পুরসভায় দীর্ঘক্ষণ বৈঠক করে মেয়র সিদ্ধান্ত নেন টালা ট্যাঙ্কের মেরামতি করার জন্য এক বেলা জল বন্ধ রাখা হবে। যার জেরে জলসঙ্কট দেখা যায় শহরের বিস্তীর্ণ এলাকায়।
আর এবার শুক্রবার সন্ধ্যায় কলকাতা পুরসভায় দীর্ঘ বৈঠক শেষে জানানো হয়েছে মেরামতির কারণে গার্ডেনরিচের জল সরবরাহ বন্ধ রাখা হবে।