ফের বেপরোয়া গতির জেরে শীতের সকালে দুর্ঘটনা কলকাতায়। পরপর পোস্টে, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। এরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে গাড়িটি উল্টোডাঙা থেকে ই এম বাস ধরে এগোচ্ছিল। প্রবল গতিতে গাড়িটি যাচ্ছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। যুবভারতী স্টেডিয়ামের ৫ নম্বর গেটের কাছে গাড়িটি আচমকা একটি পোস্টে ধাক্কা মারে। তারপরও এগোতে থাকে। এরপর ধাক্কা মারে রাস্তায় থাকা ডিভাইডারে। আর তাতেই উল্টে যায় গাড়িটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে চালক সহ ২ জন ছিলেন। দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। রাস্তায় রাস্তায় বসানো আছে স্পিডোমিটার। তারপরও নির্ধারিত গতি ছাড়িয়ে কীভাবে ছোটে গাড়ি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে পরিসংখ্যান বলছে, গত নভেম্বর থেকে চলতি মাস অর্থাৎ জানুয়ারির মধ্যে শহরে গতির বলি হয়েছেন তিনজন। শুক্রবারেও বড়বাজারে ঘটে দুর্ঘটনা। মারা যান এক বৃদ্ধা। বারবার গতির বলি হতে হচ্ছে যাত্রী বা পথচারীকে। পুলিশ বারবার সতর্ক করা সত্ত্বেও দুর্ঘটনা আটকানো যাচ্ছে না।