আদালতের নির্দেশে ক্লোজ করা হল নিউটাউন থানার ওসিকে

কলকাতা হাইকোর্টের নির্দেশে ক্লোজ করা হল নিউটাউন থানার ওসি-কে। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে রিপোর্ট দিয়ে এমনটাই জানানো হল রাজ্য সরকারের তরফ থেকে। প্রসঙ্গত, জমি মাফিয়াদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টের নির্দেশ মেনে নিউ টাউন থানার আইসি-কে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হয়েছে। অভিযুক্তের জামিন খারিজের জন্য আবেদনও করা হয়েছে পুলিশের তরফ থেকে। রিপোর্ট দেখে সন্তুষ্ট আদালত।
এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, বিধাননগরকে যে কমিশনারেট করা হল, তার পিছনে কোনও নির্দিষ্ট চিন্তা ভাবনা আছে। না হলে তো ওটা একটা জেলার অংশ। ওই এলাকার বাসিন্দাদের নিশ্চয় কিছু বিশেষত্ব আছে। সেখানে যদি পুলিশ সুশিক্ষিত না হয়, তাহলে তো রাজ্য পুলিশের অন্য অংশের বাহিনীর মতো এখানেও একইভাবে পুলিশ কাজ করবে।
বিচারপতি আরও উল্লেখ করেন, নিউ টাউন, রাজারহাট হল সেই গুরুত্বপূর্ণ থানা এলাকা, যেখানে বাইরে থেকে বিনিয়োগকারীরা যান। ফলে সেখানে যদি পুলিশ প্রশিক্ষিত না হয় তাহলে সেটা সমাজের জন্যেই খারাপ বার্তা দেবে বলে মনে করছে আদালত।
এর পাশাপাশি বাগুইহাটি থানা নিয়েও এদিন প্রশ্ন ওঠে হাইকোর্টে। বিচারপতি এদিন এই প্রসঙ্গে এ প্রশ্নও তোলেন, একটা থানার মধ্যে থেকে তিনটে গাড়ি চুড়ি হয়ে যায় কীভাবে তা নিয়েও। ফলে কমিশনারেটে কর্মরত পুলিশদের পর্যাপ্ত প্রশিক্ষণের কথা বলল হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − two =