সামস্যুং মোবাইল নিয়ে এবার পথে অল ইন্ডিয়া মোবাইল রিটেলার্স অ্যাসোসিয়েশন। কারণ, সমস্যা তৈরি হয়েছে রিটেল মার্কেট এবং অনলাইনে এই ব্র্যান্ডের মোবাইল বিক্রি নিয়ে। অনলাইনে এই মোবাইল বিক্রি হচ্ছে অনেক কম দামে, যে দামে বিক্রি করা মোটেই সম্ভব নয় রিটেলারদের।ফলে সামস্যুং-এর মোবাইল কিনতে ক্রেতারা যখন দোকানে আসছেন তখন অনলাইনের দেওয়া দামে তা বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে মুখ ফেরাচ্ছেন মোবাইল ক্রেতারা। ফলে এটা স্পষ্ট যে সামস্যুংয়ের তরফ থেকে একটা বৈমাত্রেয় মনোভাব দেখানো হচ্ছে দোকানদারদের। আর এই মনোভাবের বিরুদ্ধেই সোচ্চার অল ইন্ডিয়া মোবাইল রিটেলার্স অ্যাসোসিয়েশন। তাঁদের দাবি, ক্রেতাদের যাতে একই মোবাইল বেশি দামে না কিনতে হয় তার জন্যই এই পদক্ষেপ। পাশাপাশি এটাও ঠিক যে এমন বৈষম্যের কারণে অর্থনৈতিক সমস্যার মুখে ব্যবসায়ীরাও, বিশেষত যাঁরা সামস্যুংয়েরই বিভিন্ন পণ্য বাজারে বিক্রি করেন। এই সমস্যার কথা তুলে ধরে বুধবার ই-মলের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা যায় অল ইন্ডিয়া মোবাইল রিটেলার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের।