সিঙ্গাপুর-ভারত সম্পর্কের ক্ষেত্রে অমূল্য অবদানের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রাক্তন মহানির্দেশক তরুণ দাসকে সিঙ্গাপুর সম্মানসূচক নাগরিক পুরস্কারে ভূষিত করেছে। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থর্মন শানমুগরত্নম নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তরুণ দাসকে এই পুরস্কার প্রদান করেন।
সিঙ্গাপুরের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে একজন অ-সিঙ্গাপুরীয়ের অসামান্য অবদানের জন্য সিঙ্গাপুর সরকার কর্তৃক প্রদত্ত সম্মানসূচক নাগরিকত্ব পুরস্কার হল স্বীকৃতির সর্বোচ্চ রূপ। ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন, সম্প্রদায় পরিষেবা বা সুরক্ষার ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন তাদের এই পুরস্কার দেওয়া হয়।