ফের চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে বেহালার রাজা রামমোহন রায় রোডের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। প্রসঙ্গত, কোভিড আবহেও এই নার্সিংহোমের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। স্বাস্থ্য দফতরের কোপের মুখেও পড়ে এই নার্সিংহোম।
সূত্রের খবর, শুক্রবার রাত এগারোটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার অক্ষয় মণ্ডল পেটের সমস্যা নিয়ে একটি সরকারি হাসপাতালে ভর্তির জন্য আসছিলেন। যে অ্যাম্বুল্যান্সে করে তিনি আসছিলেন তাঁর চালকই তাঁকে এই নার্সিংহোমের কথা বলেন। এখানে ভাল চিকিৎসা হয় বলেও জানান। তাঁর পরামর্শেই অক্ষয় শেষ পর্যন্ত বেহালার রাজা রামমোহন রায় রোডের ওই নার্সিংহোমে ভর্তি হন। শুরুতে সব ঠিক থাকলেও কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যায় সমস্যা।
পরিবারের লোকজনের অভিযোগ, শুক্রবার রাতে ডাক্তার দেখে গেলেও শনিবার থেকে আর কোনও ডাক্তার আসেননি। একেবারে বিকাল পাঁচটার সময় আসে ডাক্তার। কিন্তু, ততক্ষণে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন ওই যুবক। পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসক থাকলে এমনটা হত না। বিনা চিকিৎসাতেই ছেলেটাকে চলে যেতে হল। ক্ষোভে ফেটে পড়েন সকলে। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেহালা থানার পুলিশ। ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।