মহাকুম্ভে মহা বিপত্তি। লেলিহান আগুনের শিখা গ্রাস করে মহাকুম্ভ চত্বরের একের পর এক ক্যাম্প। সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে গিয়েছে দমকলও।
গত ১৩ জানুয়ারি গঙ্গা, যমুনা ও সরস্বতীর মহাসঙ্গমের তীরে বসেছে মহাকুম্ভের মেলা। ১২টি পূর্ণকুম্ভ পেরিয়ে ১৪৪ বছর পর এসেছে মহাকুম্ভ। কিন্তু, সেই পুণ্য মেলার সপ্তম দিনেই জ্বলে উঠল মহাকুম্ভ। আকাশ ঢাকল কালো ধোঁয়ায়। ধূসর হল চারপাশ।
প্রাথমিক অনুমান, রান্নার গ্যাস থেকে ঘটে এই অগ্নিকাণ্ড। ঘটনায় ভস্মীভূত ২০ থেকে ২৫টি তাঁবু। প্রাথমিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছে যায় দমকলের ৬টি ইঞ্জিন। আগুনের ভয়াবহতায় দমকলকর্মীরাও দিশাহারা হয়ে পড়েন। তবে তাঁরা চেষ্টা চালাতে থাকেন দ্রুত আগুন আয়ত্ত্বে আনার।
১৪৪ বছরে এসেছে এই মহাকুম্ভ। আর তারই সপ্তম দিনে ঘটে গেল ভয়াবহ কাণ্ড। অবশ্য, এখনও পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।
সূত্রে খবর, মেলার ১৯ নম্বর সেক্টরের শাস্ত্রীয় ব্রিজের তলার একটি তাঁবু থেকেই আগুন ছড়ায়। রান্নার কাজ করার সময় কোনও ভাবে আগুন লেগে যায় তাঁবুতে। আর তারপরই বিস্ফোরণ। সেই তাঁবু লাগোয়া একের পর তাঁবুতে আগুন ধরে যায়। ফাটতে শুরু করে পরপর তাঁবুতে থাকা রান্নার জন্য রাখা গ্যাসের সিলিন্ডার। লেলিহান আগুনের গ্রাসে চলে গিয়েছে গীতা প্রেসের ক্য়াম্পটিও।