নারকেলডাঙা এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

নারকেলডাঙা এলাকা থেকে কোটি টাকা ছিনতাইয়ে গ্রেফতার ২। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনিবার রাতেই আটক করে নারকেলডাঙা থানার পুলিশ। রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করে ছিনতাই কাণ্ডের কিনারা করার চেষ্টা করছে পুলিশ। যদিও এখনও সমাধান হয়নি।

শনিবার সন্ধে নামতেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। রাজাবাজার ক্রসিংয়ের কাছে রাস্তা পের হচ্ছিলেন বছর বিয়াল্লিশের ইফতিকার আহমেদ নামে এক ছাগল ব্যবসায়ী। তখনই বাইকে চড়ে আসে কয়েকজন দুষ্কৃতী। একটি বাইক নয়। পরপর দু’টি বাইকে চড়ে আসে তারা। একজন ইফতিকারের চোখে রাসায়নিক স্প্রে করে। অন্য একজন ছুরি দিয়ে তাকে ভয় দেখায়। তবু বাধা দেওয়ার চেষ্টা করেন ইফতিকার। তখনই ছুরি দিয়ে তাঁর বা হাতে জোরাল আঘাত করে ব্য়াগ ছিনিয়ে চম্পট দেয়।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ব্যাগে প্রায় এক কোটি টাকা ছিল। তবে পুলিশের ধারনা খোয়া গেছে লক্ষাধিক টাকা। একইসঙ্গে মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা আগে থেকেই রেইকি করে গিয়েছিল। ছিনতাইয়ের মতলব নিয়ে তক্কেতক্কে ছিল তারা। এদিন সেই সুযোগ মেলে।

প্রসঙ্গত, ১৩ জানুয়ারি পার্ক সার্কাস চত্বর থেকে একইভাবে ১২ লক্ষ টাকা ছিনতাই হয়। বাইকে চেপে দুষ্কৃতীরা টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। এবার ফের একবার একই কায়দায় ছিনতাই হল। তবে কড়েয়া থানার ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ লক্ষ টাকাও উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে দুটি বাইকও। এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + seven =