২২ জানুয়ারি রাত ১২টা থেকে আগামী ২৭ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত যান চলাচল বন্ধ বালি ব্রিজে

আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে আগামী ২৭ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বালি ব্রিজে। রেললাইন মেরামতির কারণে ওই কয়েকদিন বালি ব্রিজে কোনও গাড়ি চলবে না বলে পুলিশ সূত্রে খবর। হাওড়া বা হুগলির বিভিন্ন অঞ্চল থেকে কলকাতায় আসার অন্যতম রাস্তা এই বালি ব্রিজ। সেখানে যান চলাচল বন্ধ হলে চরম অসুবিধার মুখে পড়বে সাধারণ মানুষ। ২২ জানুয়ারি রাত ১২টার পর বালি থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার লেনটি সম্পূর্ণ খোলা থাকলেও, দক্ষিণেশ্বর থেকে বালি যাওরার রাস্তা পুরোপুরি বন্ধ রাখা হবে। লেনটি সম্পূর্ণ বন্ধ থাকবে না কি ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কেবলমাত্র দু’চাকা এবং তিন চাকার যান চলাচলে ছাড় দেওয়া হবে, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ব্যাপারে রেল এবং পুলিশ প্রশাসনের মধ্যে এই বিষয়ে আলোচনা চলছে। দ্রুত এই ব্যাপারে সরকারি নির্দেশিকা জারি হতে চলেছে। সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়ার লেনটিতে বাস ট্যাক্সি বা কোনও ভারী যান চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই। সেগুলি পাশের দ্বিতীয় নিবেদিতা সেতু দিয়ে দিয়েই যাবে আপাতত। পুরাতন বালি ব্রিজের উপরে থাকা রেললাইনে মেরামতি হবে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি একগুচ্ছ ট্রেনও বাতিল করা হযেছে। পূর্ব রেল সূত্রে খবর, ১০০ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। শতাধিক লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি একাধিক এক্সপ্রেস ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =