শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা শওকতের

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। কারণ, তৃণমূল বিধায়ক শওকত এ রাজ্যে জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন, এমনই দাবি করেন শুভেন্দু। এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার মানহানির মামলা করলেন শওকত মোল্লা।

কয়েকদিন আগেই তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে আইনি নোটিস ধরিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত। এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি নোটিস ধরালেন শওকত মোল্লা। বেফাঁস মন্তব্য করায় এবার বিধানসভার বিরোধী দলনেতাকে নোটিস ধরানো হল।

প্রসঙ্গত, সম্প্রতি ক্যানিং থেকে গ্রেফতার করা হয় কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে। তাঁর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমাগত বাড়ছিল। বিজেপিকে আক্রমণ করে শুভেন্দুর উদ্দেশে শওকত বলেছিলেন, বাংলায় জঙ্গি ঢোকার দায়ভার কার তা নিয়ে। এরপর প্রশ্ন তোলেন, সীমান্তরক্ষী বাহিনী কী করছে সে ব্য়াপারেও। সঙ্গে এও বলেছিলেন, এসবের দায়ভার তো কেন্দ্রের। এর পাল্টা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ‘শওকত মোল্লা জঙ্গিদের লুকিয়ে রাখছিলেন। জাভেদ মুন্সি ধরা পড়ার পর তিনি আতঙ্কিত। কারণ, শওকত মোল্লাও আর একটা জঙ্গি।’ এই প্রসঙ্গে শুভেন্দু এ প্রশ্নও তুলেছিলেন, জাভেদ মুন্সিকে কারা নিরাপদ আশ্রয়ে রেখেছিল তা নিয়েও। সঙ্গে এও বলেছিলেন, ‘জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আশ্রয় দেওয়ার অভিযোগে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে যাবে। সেইজন্য আতঙ্কিত।’

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার শুভেন্দুর বিরুদ্ধে মানহানির নোটিস দেন শওকত। সাত দিনের মধ্যে শুভেন্দুকে ক্ষমা চাইতেও হবে বলে হুঁশিয়ারির বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে সওকত এও বলেন, ‘বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। উনি ক্ষমা না চান এবং সদুত্তর না দেন তাহলে ওনার বিরুদ্ধে মানহানির মামলা করব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =