সাইবার ক্রাইম নিয়ে আত্মসচেতনার পাঠ অষ্টম শ্রেণিতে

স্কুলের পাঠ‍্যবইতে এবার আসতে চলেছে আত্মসচেতনতার পাঠ। সেইসঙ্গে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতাও স্থান পেল স্কুলের পাঠ্য বইতে। কারণ, দিন দিন বেড়েই চলেছে সাইবার সংক্রান্ত অপরাধ। ভুয়ো থেকে অশ্লীল কন্টেট, একাধিক বিষয়ে প্রতিদিন বিভিন্ন অপরাধের শিকার হচ্ছেন সমাজের অনেকেই। এই প্রসঙ্গে পর্ষদের তরফ থেকে যা জানা যাচ্ছে তাতে বলা হয়েছে, পাঠ্য বইতে থাকতে চলেছে সাইবার অপরাধ কী এবং এই অপরাধ করলে কী শাস্তি তার বিস্তারিত উল্লেখ থাকবে পাঠ্যবইতে। অশ্লীল কনটেন্ট পাঠালে কী শাস্তি হয় বা কীভাবে তা এড়ানো যায় এবং একইসঙ্গে এও শিক্ষা দেওয়া হবে অশ্লীল কন্টেন্ট যাতে কেউ তৈরি না করে সে ব্য়াপারেও। এই ধরনের কন্টেন্ট ব্যবহার করলে কী ধরনের শাস্তিও হতে পারে সে ব্যাপারেও উল্লেখ থাকবে। এই সব সবই বিস্তারিত জানা থাকা দরকার পড়ুয়াদের এমনটাই মনে করছেন শিক্ষামহলের একাংশ।

এর পাশাপাশি উল্লেখ থাকছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কীভাবে ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হয় সে ব্যাপারেও। পাশাপাশি এই ধরনের ভুয়ো খবর থেকে কীভাবে সতর্ক হওয়া প্রয়োজন তারও পাঠ থাকছে এবার পাঠ্য বইয়ে। অষ্টম শ্রেণির পাঠ্যবইতে চলতি শিক্ষাবর্ষ থেকে তো এই পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে বলেই খবর। এদিকে এও খবর মিলছে যে, ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীদের নতুন বই দেওয়ার প্রক্রিয়া স্কুল স্কুলে শুরু করেছে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 19 =