সরস্বতী পুজোকে কেন্দ্র করে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চিত্তরঞ্জন কলেজের টিএমসিপি-র। সরস্বতী পুজোর ফান্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে কোন্দল। সূত্রে খবর, পরিচালন সমিতির সভাপতি বিধায়ক বিবেক গুপ্তের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছে চিত্তরঞ্জন কলেজের টিএমসিপি ইউনিট। । এমনকি এ অভিযোগও উঠছে, কেবল সরস্বতী পুজো নয়, সব অনুষ্ঠানেই ৩০ শতাংশ কাটমানি নেন বিধায়ক।
তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের এক সদস্যা বলেন, ‘জিবি হওয়ার পর থেকেই আমাদের সমস্ত প্রোগ্রাম, অনুষ্ঠান, যাই হোক, তার জিবি প্রেসিডেন্ট আটকে দেন। শুধু তিনি নন, তাঁর সঙ্গে যিনি আসেন, পিএ, তিনিও কমিশন চান। আজ বাদে কাল সরস্বতী পুজো, কিন্তু এখনও পর্যন্ত কোনও কিছু করা হয়নি। কোনও ফান্ড তৈরি হয়নি।’
প্রায় একই সুর আরও এক সদস্যের মুখে। তিনি জানান, ‘কেবল সরস্বতী পুজো বলে কথা নয়, যে কোনও প্রোগ্রামেই জিবি প্রেসিডেন্ট আমাদের ফান্ড আটকে দেন। ওঁর এক সহকারি রয়েছেন, বোধহয় পায়েল নাগ তাঁর নাম, তিনি ফোন করে ৩০ শতাংশ কমিশন দাও, নাহলে কম্প্রোমাইজ করো, তাহলে ফান্ড ছাড়ব, নাহলে ফান্ড পাবে না।’
যদিও এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ‘বিবেক গুপ্তা কী বলেছেন, আমি জানি না। তবে আমার কাছে যদি কোনও অভিযোগ আসে, বিবেক গুপ্তা আমার বিধানসভার বিধায়ক, আমি ডেকে কথা বলব।’ যদিও এই নিয়ে বিধায়ক বিবেক গুপ্তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।