বাজেট ঘোষণায় স্বস্তি মধ্যবিত্তের। অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানান, আগে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হত না। এবার সেই সীমা বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হল। অর্থাৎ ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না আয়কর। নতুন করকাঠামো অনুযায়ী, বিভিন্নরকম ছাড়, বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত রোজগারে বেতনভুকদের কোনও কর দিতে হবে না। ১৮ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের বার্ষিক রোজগার, তারাও ৭০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। ২৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন করদাতারা। তার চেয়ে বেশি রোজগারের ক্ষেত্রেও সব মিলিয়ে কর কমবে। যার অর্থ মধ্যবিত্তদের হাতে বাড়তি নগদ থাকবে। যা পরোক্ষে অর্থনীতিতে চাহিদা বাড়ানোর উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে।
এদিন কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় নির্মলা সীতারমণ জানিয়েছেন, আগামী সপ্তাহেই নতুন আয়কর আইন আনবে কেন্দ্র। আইনেও ন্যায়সংহিতার মতো ‘ন্যায়ে’র দিকে নজর দেওয়া হবে। আরও সরলীকরণ হবে করকাঠামোর। সহজ ভাষায় লেখা হবে নতুন আয়কর আইন। যাতে করদাতা এবং করগ্রহীতা দুপক্ষেরই সুবিধা হয়। কেওয়াইসি পদ্ধতি সরলীকরণ করা হবে।
নতুন কর কাঠামো –
০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- কোনও কর নেই।
৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ৫ শতাংশ আয়কর।
৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ১০ শতাংশ আয়কর।
১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২০ শতাংশ আয়কর।
২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২৫ শতাংশ আয়কর।
২৪ লক্ষ টাকার উপরে আয়ে- ৩০ শতাংশ আয়কর।