মহাকুম্ভে যাওয়ার ভাড়া কমছে বিমানের

বিমানে মহাকুম্ভে যাওয়ার ভাড়া শুনেই কার্যত মাথায় হাত পুণ্যার্থীদের। এবার তাঁদের জন্য সুখবর শোনালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রাম মোহন নাইডু। শনিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকেই দেশের নানা প্রান্ত থেকে মহাকুম্ভে উড়ে যাওয়া বিমানের ভাড়া ৫০ শতাংশ কমছে।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৪৪ বছর অন্তর হয় মহাকুম্ভ। তাই, দেশ-বিদেশের পুণ্যার্থীরা কাতারে কাতারে ভিড় করছেন প্রয়াগরাজে। প্রশাসনের অনুমান, ৪০ কোটির বেশি পুণ্যার্থীর পা পড়বে ৪৫ দিনের এই মহাকুম্ভ মেলায়। এখনও পর্যন্ত ১৯ কোটি ৯৪ লক্ষ পুণ্যার্থী এসেছেন।

দেশের নানা প্রান্ত থেকে বিমানে প্রয়াগরাজ আসার ভাড়া কয়েকগুণ বেড়েছে বলে গত কিছুদিন ধরেই জানাচ্ছিলেন পুণ্যার্থীরা। এবার ভাড়া কমার কথা জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। শনিবার রামমোহন নাইডু জানান, প্রয়াগরাজে যাওয়ার ভাড়া ৫০ শতাংশ কমছে। আর নতুন ভাড়া ১ ফেব্রুয়ারি থেকেই নেওয়া হবে।

এদিকে এ খবরও মিলছে, প্রয়াগরাজে যাওয়ার ভাড়া নিয়ে বিমান পরিবহণ সংস্থাগুলির সঙ্গে কেন্দ্র তিনবার বৈঠক করেছে। তারপরই ভাড়া কমানোর নির্দেশ দেওয়া হয়। ভাড়া কমালেও বিমান পরিবহণ সংস্থাগুলির আর্থিক ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। এর আগে গত ২৩ জানুয়ারি বিমান পরিবহণ সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে বিমান ভাড়া যথাযথ করার কথা বলেছিল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। প্রসঙ্গত, টিকিটের চাহিদার কথায় মাথায় রেখে জানুয়ারিতে প্রয়াগরাজে ৮১টি অতিরিক্ত বিমান উড়ানের অনুমতি দেয় ডিজিসিএ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =