২০২৫-এর কেন্দ্রীয় বাজেট সম্পর্কে ডলার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি বিনোদ কুমার গুপ্তা জানান, ‘কেন্দ্রীয় বাজেট ২০২৫-এর মূল লক্ষ্য হল, তাৎপর্যপূর্ণ কর সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক বিকাশ, কৃষিকাজের উন্নতি এবং নন-স্ট্যান্ডার্ড বা গিগ ওয়ার্কারদের জন্য সামাজিক নিরাপত্তা। প্রযুক্তি আপগ্রেড এবং শুল্ক সমন্বয়ের উপর জোর দিলে আমাদের ঐতিহ্যবাহী টেক্সটাইল সেক্টরও শক্তিশালী হবে। আবার কটন প্রোডাক্টিভিটি স্কিম তুলো চাষকে উজ্জীবিত করবে এবং গুণমান সম্পন্ন উৎপাদনশীলতাকে উন্নত করবে। সব মিলিয়ে এই সমস্ত পদক্ষেপ গোটা ইন্ডাস্ট্রি জুড়ে সমৃদ্ধি আনবে এবং প্রতিযোগিতাও বজায় রাখবে।’