বাজেটের প্রস্তার অনুসারে একাধিক পণ্যের দাম কমতে চলেছে, যা সাধারণ মানুষের অত্যন্ত প্রয়োজনীয়।
এক নজরে
কোন জিনিসের দাম কমলঃ
১. মোবাইল
২. এলইডি টিভি
৩. ইলেকট্রিক কার
৪. দেশে তৈরি কাপড়
৫. ৩৬টি জীবনদায়ী ওষুধ
৬. বরফজাত মাছ
৮. মেডিক্যাল সরঞ্জাম
৯. ইভি ব্যাটারি
১০. চামড়ার জিনিস
কোন কোন জিনিসের দাম বাড়ল
১. স্মার্ট মিটার
২. সোলার সেল
৩. বিদেশি (Imported) জুতো
৪. বিদেশি আলো
৫. বিদেশ থেকে আনা জলযান
৬. ইন্টার্যাকটিভ ফ্ল্যাট প্যানেল।
৭. বিদেশি মোটরসাইকেল