সকাল থেকেই উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা ঢাকা পড়েছে ঘন কুয়াশার চাদরে। রবিবার বেলা বাড়লেও জারি রয়েছে ঘন কুয়াশার দাপট। এদিন উত্তরবঙ্গের ছয় জেলা এবং দক্ষিণবঙ্গের সাত জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। কোথাও আবার দিনভর মেঘলা আকাশেরই দেখা মিলবে। এদিন ঘন কুয়াশার সতর্কতা থাকছে হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাগুলিতে কাকভোরের দিকে মাঝারি কুয়াশার দেখা মিলেছে। অনেক জায়গাতেই দৃশ্যমানতা ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে ঘোরাফেরা করছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের জেলাতে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রবিবারও কলকাতার তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াসের উপরে। স্বাভাবিকের তুলনায় যা প্রায় ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৭৮ থেকে ৯৩ শতাংশের মধ্যে।
আলিপুর আবহাওয়া অফিস এও জানাচ্ছে, সোমবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে খুব বেশি হলে ২-৩ ডিগ্রি পারদ পতন হতে পারে। সেই সঙ্গে কলকাতা তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের কর্তারা। ঠান্ডার আমেজ কিছুটা থাকলেও শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে বলেই মনে করছেন তাঁরা। দিন তিনেক পর থেকে ফের বাড়বে তাপমাত্রা।