ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমে মৃত্যু ৩ পুরকর্মীর

কলকাতা লেদার কমপ্লেক্সে থানা এলাকায় মর্মান্তিক মৃত্যু তিন পুরকর্মীর। ট্যানারির বর্জ্যে নেমে কাজ করার সময় ঘটে এই ঘটনা। মৃত্যু হয়েছে, ফাইজান শেখ, হাজী সেখ, সুমন সর্দারের। এর মধ্যে দু’জনের বাড়ি মুর্শিদাবাদে বলে জানা যাচ্ছে। তিনজনেই একটি ট্যাঙ্কার পরিষ্কার করছিলেন বলে খবর। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ৭ নম্বর জোনের ৭৭৪ নম্বর ট্যানারিতে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমান করছেন তদন্তকারী আধিকারিকেরা।

এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, এই ঘটনার জন্য যে বা যাঁরা দায়ী, তিনি শাস্তি পাবেন। কেএমডিএও এই ঘটনার তদন্ত করবেন বলে জানান তিনি। ফিরহাদ বলেন, ‘কেন তিনজন শ্রমিককে ম্যানহোলে নামতে হলো সেই কারণ খতিয়ে দেখা হবে।’ মৃত শ্রমিকদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

সূত্রের খবর, রবিবার সকাল ৯টা নাগাদ লেদার কমপ্লেক্সের ভিতরে সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে একটি ম্যানহোলের মধ্যে সাফাই কাজ চলছিল। ট্যানারির বর্জ্য পরিষ্কার করার জন্য এক সাফাই কর্মীকে প্রথমে নামানো হয়। কিন্তু তিনি বেশ কিছুক্ষণ না ওঠার কারণে অন্য দুই জন ওই ম্যানহোলে নামেন। কিন্তু ভেতরেই মৃত্যু হয় তাঁদের। পরে ডুবুরি নামিয়ে তিনজনের দেহ উদ্ধার করা হয়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ম্যানহোলটি বেশ গভীর ছিল। সেখান থেকে বিভিন্ন রাসায়নিকের দুর্গন্ধও পাওয়া যাচ্ছিল। কী কারণে ওই তিন শ্রমিকের মৃত্যু হলো, তা খতিয়ে দেখছে পুলিশ। আলাদা করে গোটা ঘটনার তদন্ত করবে কেএমডিএ-ও, স্পষ্ট করেন ফিরহাদ। উল্লেখ্য, কলকাতা-সহ দেশের ৬ শহরে ম্যানহোলে শ্রমিক নামিয়ে কাজ করানো নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে ওই নিয়মকে অমান্য করেই কি এই শ্রমিকদের কাজ করানো হচ্ছিল? উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =