যোগেশচন্দ্র ল কলেজে ব্রাত্যর সামনে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান

যোগেশ চন্দ্র ল কলেজে সরস্বতী পুজো ঘিরে যে বিতর্কিত আবহের সৃষ্টি হয়েছে তার মধ্যে রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে পা রাখেন মন্ত্রী ব্রাত্য বসু। আর মন্ত্রীকে দেখেই কার্যত ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় পড়ুয়াদের। ওঠে, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। যদিও শুরুতে মন্ত্রী বললেন, ‘সব ঠিক আছে, কোনও সমস্যা নেই। কোর্টের নির্দেশে পুজো হচ্ছে। প্রন্সিপাল নিজে আছেন। গভর্নিং বডির প্রেসিডেন্ট মালা রায় আছেন। আমরা পুজো দেখব বেরিয়ে যাব। সমস্যা নেই!’

এদিকে সূত্রে খবর, ব্রাত্য যখন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন তখন গোটা ক্যাম্পাস কার্যত স্লোগানে স্লোগানে ছিল মুখর। যদিও কিছু সময়ের মধ্যেই আন্দোলনকারী পড়ুয়াদের খোঁচা দিয়ে ব্রাত্য বলেন, ‘ওরা তো কথা বলতে চাইছে না। শুধু মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ভাল করে ছবি দেখান।’ মালা রায়কে পাশে নিয়ে খানিক ক্ষোভের সুরেই ব্রাত্য এও বলেন, ‘ওরা তো চেঁচাচ্ছে! কথা বলতে চাইলে বলব। আজকে পুজোর দিন, দাবি-দাওয়ার দিন নয়। দাবি থাকলে প্রিন্সিপালকে জানাক। আমরা সমাধান করব। কিন্তু, ওরা তো কথা বলতে চাইছে না। শুধু মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে।’ যদিও এরইমধ্যে এক ছাত্রীর সঙ্গে কথাও বলেন ব্রাত্য। কাঁদতে কাঁদতে ওই ছাত্রী স্পষ্ট জানান তাঁরা কথা বলতে চান। এরপরই আন্দোলনকারীদের মধ্যে চারজনকে প্রিন্সিপালের ঘরেও আসতে বলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 10 =