ধর্ষণ করে খুনের চেষ্টা জয়নগরে, তদন্তে পুলিশ

সরস্বতী পুজোর দিনই ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ জয়নগর থানা এলাকায়। রবিবার সকালে যখন বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে ঠিক সেই সময় বেশ কয়েকজন গ্রামবাসীরা ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার গোঙানির আর্তনাদ শুনতে পান। আওয়াজের উৎসস্থল খুঁজে সেখানে যেতেই স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ফাঁকা মাঠের মধ্যেই পড়ে আছেন এক মহিলা। জামা কাপড়ে কাদার দাগ। অসহায়ভাবে গোঙাচ্ছেন। গলায় ওড়না জড়ানো। ঠিক করে কথাও বলতে পারছেন না!

মুহূর্তের মধ্যেই খবর যায় জয়নগর থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে রেফার করেন। তারপরই বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিকে ওই গৃহবধূর অভিযোগ, তাঁর পরিচিত এক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছেন। তারপর গলায় ওড়নার ফাঁস লাগিয়ে খুন করার চেষ্টা করেন। গৃহবধূর বাড়ি মগরাহাটে। তিনি বিবাহিত। যে ব্যক্তির বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন তিনিও বিবাহিত। ওই ব্যক্তিই তাঁকে অপহরণ করে নিয়ে আসে বলে অভিযোগ। তারপর নির্জন মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তাঁর সঙ্গে অভিযুক্তের কী পরিচয়, কতদিনের পরিচয়, কী সম্পর্ক, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকেও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − three =