বেআইনি পার্কিং নিয়ে প্রতিবাদ করায় তরুণী আইনজীবীর হাতে কোপ

খোদ কলকাতায় তরুণী আইনজীবীর উপর হামলা। হাতে বসানো হল ধারাল অস্ত্রের কোপ। বৃহস্পতিবার বিকালে এমনটাই ঘটে চারু মার্কেট থানার গোবিন্দ ব্যানার্জি লেনে। পাল্টা তরুণী আইনজীবীর পরিবারের বিরুদ্ধে হামলার অভিযোগ অভিযুক্তদের। একে অপরের বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ।

এদিকে স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত অবৈধ পার্কিংয়ের প্রতিবাদকে ঘিরে। ওই তরুণী আইনজীবী প্রতিবাদ জানাতেই তাঁর হাতে কোপ মারা হয়। কিন্তু, যাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তিনি তাঁরা তরুণীর বিরুদ্ধে পাল্টা অভিযোগে সরব হয়েছেন। অবৈধ নির্মাণের অভিযোগ করায় অভিযুক্তদের মারধরের অভিযোগ আনা হয়েছে ওই তরুণী আইনজীবী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। তরুণী আইনজীবীর অভিযোগ, এদিন বিকালে বাড়ির কাছেই থাকা নিজের চেম্বার খোলার সময় পাড়ার কয়েকজন যুবকের সঙ্গে গাড়ির পার্কিং নিয়ে বচসা বাধে। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর কিছু সময়ের মধ্যেই ওখানে এসে যায় আরও বেশ কয়েকজন। অভিযোগ, তারপরই তাঁকে মারধর, গালিগালাজ, এমনকি খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ধারাল অস্ত্রের কোপও মারা হয়। অবৈধ পার্কিংয়ের প্রতিবাদ করাতেই ওই যুবকেরা তাঁর উপর চড়াও হয় বলে দাবি করছেন ওই আইনজীবী। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতেও সরব হয়েছেন তিনি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের মধ্যে অনেকে ড্রাইভারও রয়েছেন বলে জানা যাচ্ছে।

যদিও আইনজীবীর দাবি, অস্বীকার করেছেন এলাকার ড্রাইভাররা। তাঁদের দাবি, জোর করে পুলিশকে টাকা দিয়ে অবৈধ নির্মাণ করেছেন ওই তরুণীর বাবা। তাঁর প্রতিবাদ করায় দলবল নিয়ে এসে তাদের মারধর করা হয় বলে অভিযোগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 3 =