দিল্লি জয়ের পর বিজেপি নেতা অর্জুনের হুঁশিয়ারি ‘এবার পালা পশ্চিমবঙ্গের’

দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। আর এই জয় নিশ্চিত হতেই বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে এও লেখেন, ‘মানুষ করলো না আর কোনো ভুল, দিল্লীতে ফুটলো এবার পদ্মফুল।’ এরই পাশাপাশি তিনি এদিন এও লেখেন, অরবিন্দ কেজরিওয়াল ও আপের ভাতা, তোষণ ও দুর্নীতির রাজনীতিকে হটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী – জির উন্নয়নের স্লোগানকে বিধানসভা নির্বাচনে বেছে নেবার জন্য দিল্লীর মানুষ এবং বিজেপির সকল কার্যকর্তাকে জানাই গৈরিক অভিনন্দন।’

এখানেই শেষ নয়, বিজেপির প্রাক্তন সাংসদ এদিন দিল্লি বপিধানসভার ফল সম্পর্কে এও জানান, ‘এই ফলাফল বুঝিয়ে দিল যে পাহাড় সমান দুর্নীতি করে আর ভাতা দিয়ে মানুষকে বোকা বানানোর সময় শেষ। পার্টিকে প্রাইভেট কোম্পানিতে পরিণত করে দুর্নীতির বিদেশে টাকা লুকিয়ে মানুষকে আর ভুল বোঝানো যাবে না। দুর্নীতির ফল ভোগ করতেই হবে। এবার পালা পশ্চিমবঙ্গের।’ এর কারণ হিসেবে বিজেপির এই নেতা এও জানান, ‘তৃণমূল জমানায় দুর্নীতিতে ভরে উঠেছে পশ্চিমবঙ্গ। তৃণমূলের তোষণ নীতির ফলে রাজ্য জুড়ে সনাতনী সংস্কৃতি আজ চরম বিপদে সম্মুখীন হয়েছে। এর থেকে বাঁচতে আগামী বছর পশ্চিমবঙ্গের সনাতনীরা বিধানসভা নির্বাচনে তোষণ ও দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ গড়তে সঠিক সিদ্ধান্ত নেবেন।’

আর এখানেই তিনি বিজেপির শক্তি হিসেবে সামনে এনেছেন একতার কথা। এর পাশাপাশি আপ নেতা কেজরিওয়ালের পরাজয়কে সামনে রেখে বাংলার শাসকদলকে হুঁশিয়ারির সুরে জানান, ‘দিল্লিতে সনাতনী সমাজ ঐক্যবদ্ধ ভাবে কেজরিওয়াল দাদার বিদায় নিশ্চিত করেছে। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলার ঐক্যবদ্ধ সনাতনীরা মমতা দিদির বিদায় সুনিশ্চিত করবে।’ পাশাপাশি তিনি বঙ্গবাসীর উদ্দ্যেশে এ বার্তাও দেন, ‘বটেঙ্গে তো কটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + six =