নিউটাউনের কিশোরীকে খুনের পর ধর্ষণ করা হয়, স্ত্রীয়ের কাছে এমনটাই স্বীকারোক্তি নিউটাউনের ঘটনায় জড়িত টোটো চালকের। তিন ঘণ্টা নিউটাউনের বিভিন্ন রাস্তায় ঘোরানোর পর খুন করা হয় টোটোর স্প্রিং গলায় পেঁচিয়ে, তাও জানিয়েছেন অভিযুক্ত টোটোচালক। সঙ্গে এও জানান, টোটোর মুখেই কিশোরীকে খুন করেন অভিযুক্ত। তারপরও সেই টোটো নিয়ে ঘোরেন। নিউটাউনে নাবালিকাকে খুন ধর্ষণের কাণ্ডে এবার এমনই চাঞ্চল্যকর তথ্য় এল পুলিশের হাতে।
পাশাপাশি অভিযুক্ত এও জানিয়েছে, ঘটনার রাতে কিশোরী টোটোয় ওঠার পর তিন ঘণ্টা তাকে নিয়ে নিউটাউনের রাস্তায় টোটোয় নিয়ে ঘুরেছিলেন অভিযুক্ত। সেই সিসিটিভি ফুটেজও এসেছে পুলিশের হাতে। তাতে টোটোয় কিশোরীকে বসে থাকতে দেখা গিয়েছে। অভিযুক্তের স্বীকারোক্তি, টোটোর স্প্রিং গলায় পেঁচিয়ে কিশোরীকে শ্বাসরোধ করে খুন করেন। তারপর ধর্ষণ। তারের বেড়া কেটে জঙ্গলের মধ্যে নিয়ে যায় দেহ।
অভিযুক্তের স্ত্রী এরপর জানান, ‘যে মেয়েটাকে এমন ভাবে খুনের পর ধর্ষণ করেছে তাতে নিউটাউনেরই একটা জায়গা থেকে মেয়েটিকে টোটোয় তোলে। তিন ঘণ্টা ঘোরানোর পর ব্রেকের স্প্রিং খুলে পেঁচিয়ে মারে, ঘাড় ভেঙে দেয়। মেয়েটাকে ওই অবস্থায় নিয়ে লোহারপুলের ওখানে তার ঢেকে জঙ্গলে ঢোকে। মেয়েটাকে ওই আধ মরা অবস্থাতেই ধর্ষণ করে। বস্তায় পুরে দড়ি দিয়ে ভাল করে বেঁধে রেখে দিয়ে আসে।’