শনি ও রবিবার ফের বাতিল করা হচ্ছে একগুচ্ছ লোকাল ট্রেন। এই বাতিলের তালিকায় থাকছে হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখার একাধিক ট্রেন, এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেক। পূর্ব রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে, দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ হবে। সে কারণেই ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বেশ কিছু লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বাতিল থাকছে…
হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩৪৯, ৩৭৩৫১
তারকেশ্বর থেকে হাওড়া: ৩৭৩৫৪
রবিবার ডাউন লাইনে বাতিল থাকছে…
তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩৫৬, ৩৭৩২২, ৩৭৩২৮
তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত: ৩৭৪১২, ৩৭৪১৬
গোঘাট থেকে হাওড়া: ৩৭৩৭২
গোঘাট থেকে তারকেশ্বর: ৩৭৩৯০
আরামবাগ থেকে হাওড়া: ৩৭৩৬০
হরিপাল থেকে হাওড়া: ৩৭৩০৮
রবিবার আপ লাইনে বাতিল থাকছে…
হাওড়া থেকে গোঘাট :-৩৭৩৭১, ৩৭৩৭৩
হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩০৯, ৩৭৩৫৩, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭
শেওড়াফুলি থেকে তারকেশ্বর: ৩৭৪১১, ৩৭৪১৫
হাওড়া থেকে আরামবাগ: ৩৭৩৫৯
হাওড়া থেকে হরিপাল: ৩৭৩০৭