আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, শীতের বিদায় বেলা শুরু হয়ে গিয়েছে। আর হয়ত কয়েকটা দিন থাকবে শীতের আমেজ। তার মধ্যেই শুক্রবার হছাৎ-ই তাপমাত্রা কমল প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এদিন ভোর থেকেই শীতের অনুভূতি টের পাওয়া যাচ্ছে। সঙ্গে শীতল বাতাস।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যেটা স্বাভাবিক তাপমাত্রা বলেই জানাচ্ছেন। গত কয়েকদিন কুয়াশার দাপট থাকলেও শুক্রবার মূলত পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিন এভাবেই তাপমাত্রার ওঠা নামা চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে এই ঠাণ্ডার আমেজ আর বেশিদিন থাকবে না বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কারণ এবার শীতের বিদায় নেওয়ার পালা। গত কয়েকদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা সেভাবে নামেনি। বেশ গরম অনুভূত হয়েছে। অনেকেই রাতে ফ্যান চালিয়েছেন। তবে সকালে যে এভাবে ঠান্ডা হাওয়া বইবে, তা বোধহয় অনুমান করেননি কেউই।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। আগামী ১৯ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। বুধবার কলকাতা-সহ ৭ জেলায় হালকা বৃষ্টি হতে পারে।